কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি? | আপডেট ২০২৪

আমরা আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে নিরাপদে রাখতে চাই। সেক্ষেত্রে অনেকেই ডিপিএস (DPS) করে টাকা জমা রাখেন। কিন্তু সমস্যা হলো সব ব্যাংক একই হারে মুনাফা বা লাভ প্রদান করেনা। তাই ডিপিএস করার আগে জেনে নেওয়া উচিত কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি। আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন কোন ব্যাংকে ডিপিএস করে টাকা রাখলে আপনি সবচেয়ে লাভ পাবেন। তো চলুন, শুরু করা যাক।

DPS Profit
DPS Profit

আমরা বিভিন্ন ব্যাংকের ডিপিএস এর লাভের পরিমাণ ও শতকরা হিসেব তুলে ধরব। এই তালিকা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যাংকে কি পরিমাণ বা কোন স্কিমে টাকা জমা করলে লাভ বেশি পাওয়া যাবে।

সোনালী ব্যাংক ডিপিএস লাভ

আমানত স্কীমের নামমুনাফার হার (০৪ অক্টোবর ২০২১ তারিখ থেকে খোলা নতুন হিসাব সমূহের ক্ষেত্রে প্রযোজ্য)মেয়াদ
সোনালী সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা।০৫ বছর
শিক্ষা সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি ) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা।১০ বছর
চিকিৎসা সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি ) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা।১০ বছর
পল্লী সঞ্চয় স্কিম৬.৫০% (সরল হার) মাসিক কিস্তিঃ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ১০০০ টাকা।০৭ বছর
বিবাহ সঞ্চয় স্কিম৬.৫০% (চক্রবৃদ্ধি) মাসিক কিস্তিঃ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০,৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০  এবং ১০,০০০ টাকা।১০ বছর
অনিবাসী আমানত স্কিম৭.০০% (সরল হার) মাসিক কিস্তিঃ ৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ টাকা।০৫ বছর
সোনালী ব্যাংক অবসর সঞ্চয়  স্কিম৮.০০% (সরল হার ০৩ থেকে ১৫ বছর মেয়াদী)০৩-১৫ বছর
সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম৬.০০% (চক্রবৃদ্ধি ০৪ থেকে ০৮ বছর মেয়াদী) ·       ৬.৫০% (চক্রবৃদ্ধি ০৯ থেকে ১৪ বছর মেয়াদী) ·       ৭.০০% (চক্রবৃদ্ধি ১৫ থেকে ২০ বছর মেয়াদী)  ০৩-২০ বছর
স্বাধীন সঞ্চয়  স্কিমসঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ৩% প্রাথমিক জমাঃ ১০০০টাকা৫ অথবা ১০ বছর

আরো পড়তে পারেনঃ সোনালী ব্যাংক ডিপিএস | DPS রেট, সুবিধা, তালিকা, স্কিম

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস লাভ

ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস এর কিস্তির পরিমাণ ও মেয়াদ শেষে লাভ সহ কত টাকা পাবেন তার পরিমাণ তুলে ধরা হলো। এক্ষেত্রে আপনি ৩, ৫, ৮ ও ১০ মেয়াদের ডিপিএস করতে পারবেন।

DBBL Deposit Plus Scheme (DPS)

EMI/Tenor3 Years5 Years8 Years10 Years
50019,74735,00061,55282,064
100039,49370,000123,105164,128
150059,240105,002184,658246,192
200078,986140,003246,211328,256
250098,733175,004307,764410,320
3000118,480210,005369,317492,384
4000157,973280,007492,423656,513
5000197,467350,009615,529820,641
10000394,934700,0181,231,0591,641,282
15000592,4021,050,0271,846,5882,461,924
300001,184,8042,100,0543,639,1774,923,848
500001,974,6743,500,0906,155,2958,206,413

DBBL Children Education Savings Scheme (CHESS)

EMI/Tenor3 Years5 Years8 Years10 Years
50019,84435,29262,39583,493
100039,68970,585124,790166,987
150059,533105,878187,185250,480
200079,378141,171249,581333,974
250099,222176,464311,976417,467
3000119,067211,757374,371500,961
4000158,756282,343499,162667,948
5000198,445352,929623,952834,935
10000396,891705,8581,247,9051,669,871
15000595,3371,058,7881,871,8582,504,806
300001,190,6752,117,5763,743,7175,009,613
500001,984,4593,529,2936,239,5288,349,355

MILLIONAIRE DEPOSIT SCHEME (MDS)

3 Years4 Years5 Years6 Years7 Years8 Years9 Years10 Years
EMI/Tenor25,41018,47414,32211,5629,5988,1316,9966,092
Payment before Tax1,000,000

ঢাকা ব্যাংক লিমিটেড

ঢাকা ব্যাংক লিমিটেডে বিভিন্ন এমাউন্টে টাকা ডিপিএস করা যায়। এক্ষেত্রে টাকার এমাউন্ট ও কোন মেয়েদে ডিপিএস করছেন সেই হিসেবে ইন্টারেস্টের পরিমাণ নির্ধারিত হয়।

এক্ষেত্রে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত রাখতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন এমাউন্ট ও মেয়াদ অনুযায়ী সুদের হার ৬, ৭, ৮, ৮.৫, ৮.৭৫, ৯, ৯.৫ শতাংশ হয়ে থাকে। তবে সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সুদের হার ৪%।

সিটি ব্যাংক লিমিটেড

সিটি ব্যাংকে ৩, ৫, ৭ ও ১০ বছর মেয়াদে DPS করা যায়। এক্ষেত্রে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত জমা রাখা যায়। এক্ষেত্রে ৮.৫% হারে সুদ প্রদান করা হয়। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সুদের হার ৪%।

পুবালী ব্যাংক লিমিটেড

এক্ষেত্রেও আপনি মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত রাখতে পারবেন। DPS এর মেয়াদ ৩ থেকে ৫ বছর এবং সুদের হার ৮.২৫% থেকে ৯.৫% হয়ে থাকে। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ৪.৫%।

কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি?

আমরা যে কয়টা ব্যাংক নিয়ে আলোচনা করলাম তার মধ্যে পূবালী ব্যাংকের সুদের হার সবচেয়ে বেশি। এক্ষেত্রে আপনি জমানো টাকার উপর ৯.৫% সুদ বা লাভ পাবেন

তবে অবশ্যই মনে রাখবেন এক্ষত্রে সুদের হার, স্কিম ও মেয়াদ সবই সময়ের সাথে পরিবর্তনশীল। তাই কোন ব্যাংকে ডিপিএস করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ব্যাংকগুলোর ওয়েবসাইটে চেক করে নিবেন। অথবা ব্যাংকগুলোর নিকটস্থ শাখার যোগাযোগ করে নিবেন।

সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ। ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য ব্যাংকিং হেল্পারের সাথেই থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *