আমরা আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে নিরাপদে রাখতে চাই। সেক্ষেত্রে অনেকেই ডিপিএস (DPS) করে টাকা জমা রাখেন। কিন্তু সমস্যা হলো সব ব্যাংক একই হারে মুনাফা বা লাভ প্রদান করেনা। তাই ডিপিএস করার আগে জেনে নেওয়া উচিত কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি। আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন কোন ব্যাংকে ডিপিএস করে টাকা রাখলে আপনি সবচেয়ে লাভ পাবেন। তো চলুন, শুরু করা যাক।
আমরা বিভিন্ন ব্যাংকের ডিপিএস এর লাভের পরিমাণ ও শতকরা হিসেব তুলে ধরব। এই তালিকা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যাংকে কি পরিমাণ বা কোন স্কিমে টাকা জমা করলে লাভ বেশি পাওয়া যাবে।
সোনালী ব্যাংক ডিপিএস লাভ
আমানত স্কীমের নাম | মুনাফার হার (০৪ অক্টোবর ২০২১ তারিখ থেকে খোলা নতুন হিসাব সমূহের ক্ষেত্রে প্রযোজ্য) | মেয়াদ |
সোনালী সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা। | ০৫ বছর |
শিক্ষা সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি ) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা। | ১০ বছর |
চিকিৎসা সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি ) মাসিক কিস্তিঃ ৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০/- টাকা। | ১০ বছর |
পল্লী সঞ্চয় স্কিম | ৬.৫০% (সরল হার) মাসিক কিস্তিঃ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ১০০০ টাকা। | ০৭ বছর |
বিবাহ সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি) মাসিক কিস্তিঃ ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০,৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০ এবং ১০,০০০ টাকা। | ১০ বছর |
অনিবাসী আমানত স্কিম | ৭.০০% (সরল হার) মাসিক কিস্তিঃ ৫০০০,৬০০০,৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ টাকা। | ০৫ বছর |
সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম | ৮.০০% (সরল হার ০৩ থেকে ১৫ বছর মেয়াদী) | ০৩-১৫ বছর |
সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম | ৬.০০% (চক্রবৃদ্ধি ০৪ থেকে ০৮ বছর মেয়াদী) · ৬.৫০% (চক্রবৃদ্ধি ০৯ থেকে ১৪ বছর মেয়াদী) · ৭.০০% (চক্রবৃদ্ধি ১৫ থেকে ২০ বছর মেয়াদী) | ০৩-২০ বছর |
স্বাধীন সঞ্চয় স্কিম | সঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ৩% প্রাথমিক জমাঃ ১০০০টাকা | ৫ অথবা ১০ বছর |
আরো পড়তে পারেনঃ সোনালী ব্যাংক ডিপিএস | DPS রেট, সুবিধা, তালিকা, স্কিম
ডাচ বাংলা ব্যাংক ডিপিএস লাভ
ডাচ বাংলা ব্যাংকের ডিপিএস এর কিস্তির পরিমাণ ও মেয়াদ শেষে লাভ সহ কত টাকা পাবেন তার পরিমাণ তুলে ধরা হলো। এক্ষেত্রে আপনি ৩, ৫, ৮ ও ১০ মেয়াদের ডিপিএস করতে পারবেন।
DBBL Deposit Plus Scheme (DPS)
EMI/Tenor | 3 Years | 5 Years | 8 Years | 10 Years |
---|---|---|---|---|
500 | 19,747 | 35,000 | 61,552 | 82,064 |
1000 | 39,493 | 70,000 | 123,105 | 164,128 |
1500 | 59,240 | 105,002 | 184,658 | 246,192 |
2000 | 78,986 | 140,003 | 246,211 | 328,256 |
2500 | 98,733 | 175,004 | 307,764 | 410,320 |
3000 | 118,480 | 210,005 | 369,317 | 492,384 |
4000 | 157,973 | 280,007 | 492,423 | 656,513 |
5000 | 197,467 | 350,009 | 615,529 | 820,641 |
10000 | 394,934 | 700,018 | 1,231,059 | 1,641,282 |
15000 | 592,402 | 1,050,027 | 1,846,588 | 2,461,924 |
30000 | 1,184,804 | 2,100,054 | 3,639,177 | 4,923,848 |
50000 | 1,974,674 | 3,500,090 | 6,155,295 | 8,206,413 |
DBBL Children Education Savings Scheme (CHESS)
EMI/Tenor | 3 Years | 5 Years | 8 Years | 10 Years |
---|---|---|---|---|
500 | 19,844 | 35,292 | 62,395 | 83,493 |
1000 | 39,689 | 70,585 | 124,790 | 166,987 |
1500 | 59,533 | 105,878 | 187,185 | 250,480 |
2000 | 79,378 | 141,171 | 249,581 | 333,974 |
2500 | 99,222 | 176,464 | 311,976 | 417,467 |
3000 | 119,067 | 211,757 | 374,371 | 500,961 |
4000 | 158,756 | 282,343 | 499,162 | 667,948 |
5000 | 198,445 | 352,929 | 623,952 | 834,935 |
10000 | 396,891 | 705,858 | 1,247,905 | 1,669,871 |
15000 | 595,337 | 1,058,788 | 1,871,858 | 2,504,806 |
30000 | 1,190,675 | 2,117,576 | 3,743,717 | 5,009,613 |
50000 | 1,984,459 | 3,529,293 | 6,239,528 | 8,349,355 |
MILLIONAIRE DEPOSIT SCHEME (MDS)
3 Years | 4 Years | 5 Years | 6 Years | 7 Years | 8 Years | 9 Years | 10 Years | |
---|---|---|---|---|---|---|---|---|
EMI/Tenor | 25,410 | 18,474 | 14,322 | 11,562 | 9,598 | 8,131 | 6,996 | 6,092 |
Payment before Tax | 1,000,000 |
ঢাকা ব্যাংক লিমিটেড
ঢাকা ব্যাংক লিমিটেডে বিভিন্ন এমাউন্টে টাকা ডিপিএস করা যায়। এক্ষেত্রে টাকার এমাউন্ট ও কোন মেয়েদে ডিপিএস করছেন সেই হিসেবে ইন্টারেস্টের পরিমাণ নির্ধারিত হয়।
এক্ষেত্রে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত রাখতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন এমাউন্ট ও মেয়াদ অনুযায়ী সুদের হার ৬, ৭, ৮, ৮.৫, ৮.৭৫, ৯, ৯.৫ শতাংশ হয়ে থাকে। তবে সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সুদের হার ৪%।
সিটি ব্যাংক লিমিটেড
সিটি ব্যাংকে ৩, ৫, ৭ ও ১০ বছর মেয়াদে DPS করা যায়। এক্ষেত্রে মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত জমা রাখা যায়। এক্ষেত্রে ৮.৫% হারে সুদ প্রদান করা হয়। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে সুদের হার ৪%।
পুবালী ব্যাংক লিমিটেড
এক্ষেত্রেও আপনি মাসিক কিস্তি ৫০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত রাখতে পারবেন। DPS এর মেয়াদ ৩ থেকে ৫ বছর এবং সুদের হার ৮.২৫% থেকে ৯.৫% হয়ে থাকে। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ৪.৫%।
কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি?
আমরা যে কয়টা ব্যাংক নিয়ে আলোচনা করলাম তার মধ্যে পূবালী ব্যাংকের সুদের হার সবচেয়ে বেশি। এক্ষেত্রে আপনি জমানো টাকার উপর ৯.৫% সুদ বা লাভ পাবেন।
তবে অবশ্যই মনে রাখবেন এক্ষত্রে সুদের হার, স্কিম ও মেয়াদ সবই সময়ের সাথে পরিবর্তনশীল। তাই কোন ব্যাংকে ডিপিএস করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ব্যাংকগুলোর ওয়েবসাইটে চেক করে নিবেন। অথবা ব্যাংকগুলোর নিকটস্থ শাখার যোগাযোগ করে নিবেন।
সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ। ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য ব্যাংকিং হেল্পারের সাথেই থাকুন।