আশা এনজিও লোন পদ্ধতি | ASA NGO loan

আশা (ASA) এনজিও বাংলাদেশের একটি সামাজিক উন্নয়ন সংস্থা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, মহিলা এবং অন্যান্য শ্রেণিপেশার লোকজনদের ক্ষুদ্রঋণ সেবা প্রদান করে থাকে। ASA NGO-এর ঋণ মূলত গ্রামীণ এলাকায় আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক ও বিদেশগামীদের সহায়তা করার জন্য প্রদান করা হয়।

কিন্তু কিভাবে আপনি লোন পেতে পারেন, কারা লোন পাবেন, কত পাবেন, কত দিনে পরিশোধ করতে হবে ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি আশা এনজিও লোন পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ধারণা পাবেন।

আশা এনজিও লোন পদ্ধতি
আশা এনজিও লোন পদ্ধতি

আশা এনজিও থেকে লোন পেতে কি কি যোগ্যতা থাকতে হবে?

লোনের কথা আসলেই যেকাউকে কোন ব্যাংক বা এনজিও লোন প্রদান করেনা। এক্ষেত্রে ঋণগ্রহীতাকে কিছু শর্ত পালন করতে হয়। একইসাথে কিছু যোগ্যতা থাকতে হয়। আশা লোনও এর ব্যতিক্রম নয়। আশা থেকে লোন পেতে হলে যে যে শর্ত পূরণ করতে হবে ও যোগ্যতা থাকতে হবেঃ

  • বিবাহিত হতে হবে।
  • আশার যেকোন ব্র্যাঞ্চে সঞ্চয় হিসাব থাকতে হবে।
  • বয়স ১৮ থেকে ৬৫ বছর হতে হবে।
  • ৪৫ কিস্তির মধ্যে সম্পূর্ণ ঋণের টাকা পরিশোধ করতে হবে।
  • ঋণের একজন গ্যারান্টার লাগবে।
  • ঋণ পরিশোধের সক্ষমতা থাকতে হবে।
  • অতীতে ঋণ পরিশোধের ক্ষেত্রে কোন খারাপ রেকর্ড থাকা যাবেনা।
  • ন্যূনতম নিজের একটি বাড়ি থাকতে হবে।
  • যেখান থেকে লোন নিবেন সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।

সাধারণত এই শর্তগুলো পূরণ করলেই আশা এনজিও থেকে লোন নেওয়া যায়। তবে কোন কোন শর্ত কারো কারো ক্ষেত্রে বিশেষভাবে শীতিল হতে পারে।

কত টাকা লোন দিয়ে থাকে?

সাধারণত আশা লোন প্রদানের ক্ষেত্রে ৫,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০,০০০ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তবে অনেকেই বেশি টাকা লোন নিতে চান। সেক্ষেত্রে একাধিক ব্যক্তি যেমন কোন আপনার পাশাপাশি কোন আত্মীয়ের নামে লোন নিতে পারেন।

আশা লোনের প্রকারভেদ

আশা মূলত ৩ ধরণের লোন প্রদান করে থাকে। সেগুলো হলোঃ

  • প্রাইমারি লোনঃ লোনের পরিমাণ ৫,০০০ টাকা থেকে ৯৯,০০০ টাকা। পরিশোধের সময়কাল ৪, ৬ ও ১২ মাস।
  • স্পেশাল লোনঃ লোনের পরিমাণ ১,০০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা। পরিশোধের সময়কাল ১২, ১৮, ২৪ ও ৩০ মাস।
  • MSME লোনঃ লোনের পরিমাণ ৩,০০,০০০ টাকা থেকে ২০,০০,০০০ টাকা। পরিশোধের সময়কাল ৬, ৯, ১২, ১৮, ২৪, ৩০ ও ৩৬ মাস।

সুদের হার

আশা এনজিও এর প্রাইমারি ও স্পেশাল লোনের ক্ষেত্রে সুদের হার ২৪% এবং MSME লোনের ক্ষেত্রে সুদের হার ২২%। সুদের পাশাপাশি প্রতি লোনের বিপরীতে সার্ভিস চার্জসহ আরো কিছু চার্জ যুক্ত হবে। আপনি লোন নেওয়ার আগে তাদের থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিবেন।

তথ্যসূত্রঃ আশা অফিশিয়াল ওয়েবসাইট

কেন আশা (ASA) এনজিও থেকে লোন নিবেন? সুবিধা কি?

আর্টিকেলের শুরুতেই আমরা বলেছি যে, আশা মূলত ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা ও বিদেশগামীদের জন্য লোন প্রদান করে। আর সাধারণ ব্যাংকগুলো থেকে লোন পাওয়া খুবই কঠিন। আর যারাও বা লোন পায় তারা বিভিন্ন ডকুমেন্টস, জমির দলিল, ব্ল্যাংক চেকসহ বিভিন্ন কিছু জামানত রাখতে হয়।

তাই সাধারণ ব্যাংক লোনের থেকে আশা এনজিও লোন পাওয়া খুবই সহজ ও কম ঝামেলার। তাছাড়া সেরকম কোন ডকুমেন্টসও জমা দেওয়া লাগেনা। আর খুব কম সময়েই লোন হাতে পাওয়া যায়।

আরো পড়ুনঃ বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক?

অসুবিধা

আশা এনজিও লোনের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে কিছু অসুবিধা হলোঃ

  • লোন পরিশোধের সময় খুবই কম থাকে।
  • সুদের হার সাধারণ ব্যাংকের চেয়ে অনেক বেশি।
  • বিভিন্ন শর্ত।

উপসংহার

ASA NGO-এর ঋণ ব্যবস্থা প্রয়োজনীয় মূহুর্তে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করবে। কিন্তু ঋণ নেওয়ার আগে ২৪% উচ্চ সুদের হারের বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবেন। ভবিষ্যতে আর্থিক চাপ ও আইনী জটিলতা এড়াতে যে কোনো ঋণ নেওয়ার পূর্বে সুবিধা ও ঝুঁকির দিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে।

16 thoughts on “আশা এনজিও লোন পদ্ধতি | ASA NGO loan”

  1. আমি একটি লোন নিতে চাই ৫০ হাজার টাকা মাসিক কিস্তি।

    1. আপনি আপনার নিকটস্থ আশা এর অফিসে যোগাযোগ করুন।
      বিঃদ্রঃ আমরা আশা এর কোন প্রতিষ্ঠান নই।

    1. আমরা আশা এনজিও এর কেউ না ভাই। আমরা শুধুমাত্র ব্যাংকিং, লোন, ইন্সুরেন্স ইত্যাদি রিলেটেড তথ্য প্রকাশ করি।

  2. সাইফুল ইসলাম

    আমার পারিবারিক সমস্যার কারণে আমি 20000 লোন নিতে চায়

  3. আমার খুব ইমিডিয়েট একটা লোনের প্রয়োজন ৫০০০০ হাজার টাকা । আমি খিলক্ষেতে থাকি।

    1. ভাই আমরা কোনো লোন দেই না। আপনি আশা এর নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

  4. 60/70 হাজার ঋণ নিলে কত মাস সময় দিবে শোধ করার জন্য? মাসে কত টাকা কিস্তি আসতে পারে? এবং সুদ টা আসলে কিভাবে কাজ করে যদি বলতেন

    1. দয়া করে আশার শাখায় যোগাযোগ করুন। আমাদের কাছে যা তথ্য ছিলো আমরা আর্টিকেলেই লিখে দিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top