অন্যান্য ব্যাংকের মতই ইসলামী ব্যাংক অনলাইন সেবা প্রদান করে। ইসলামী ব্যাংকের অনলাইন সেবাকে iBanking বলা হয়। iBanking এর মাধ্যমে সেবা পেতে গ্রাহককে অবশ্যই ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
তবে সঠিক নিয়ম না জানায় অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেককেই ঝামেলা পোহাতে হয়। তাই আজকে আমরা অনলাইন রেজিষ্ট্রেশনের প্রক্রিয়াটি সহজভাবে তুলে ধরবো। আশা করি, লেখাটি পড়লে আপনি সহজেই মোবাইলে এটি করতে পারবেন।
ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশনের ২টি সহজ পদ্ধতি
ইসলামী ব্যাংকের গ্রাহকেরা ব্যাংকে যাওয়া আসার ঝামেলা থেকে মুক্তি পেতে iBanking এ রেজিস্ট্রেশন করছেন। আপনিও যদি ইসলামি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তবে ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন।
এর জন্য সাধারণ দুইটি পদ্ধতি অনুসরণ করা যায়। একটি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। অপরটি cellfin app এর মাধ্যমে।
কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইসলামি ব্যাংক অনলাইন রেজিষ্ট্রেশন করবেন?
আপনার কম্পিউটার বা স্মার্টফোন থেকে ঘরে বসেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে iBanking এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য বাইরে কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই।
ধাপসমূহ:
- প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে https://ibblportal.islamibankbd.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এবার পেজের sign-up অপশনে ক্লিক করুন।
- যথাযথ স্থানে আপনার নাম এবং ইমেইল এড্রেস দিন এবং সাবমিট করুন।
- ইমেইল এড্রেস সাবমিট করার পর আপনার মেইলে একটি লিংক আসবে। এতে কিছু সময় লাগতে পারে। লিংক আসলে উক্ত লিংকে ক্লিক করুন।
- লিংকে ক্লিক করামাত্র আপনার ঠিকানা, জন্মতারিখ ও NID কার্ডের নাম্বার সম্বলিত একটি পেইজ আসবে। উপযুক্ত জায়গায় সঠিক তথ্য বসান। এক্ষেত্রে কোনো ভুল করা যাবে না।
- এরপর আরেকটি পেজ আসবে যেখানে আপনার ব্যাংক একাউন্টের ১৭ ও ১৩ ডিজিটের নাম্বার দুটি চাইবে। নাম্বার দুটি ব্যাংকের বই থেকে অথবা ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনি জেনে নিতে পারবেন।
- একাউন্ট নাম্বার সাবমিট করার পর নতুন একটি পেজ আসবে। সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড ইনপুট দিতে হবে। পাসওয়ার্ড মিনিমাম ১২ ডিজিটের হতে হবে এবং স্মল, ক্যাপিটাল ও নিউমেরিক সংখ্যা মিশিয়ে হতে হবে। পাসওয়ার্ড সেট করা হয়ে গেলে নির্দিষ্ট অপশনে আপনার দেশ সিলেক্ট করুন এবং সাবমিট দিন।
- এরপর আপনার মোবাইলে একটি ভ্যারিফিকেশন কোড আসবে। ওয়েবসাইটের নতুন পেজে সেই কোডটি দিন এবং ইমেজ puzzle সফলভাবে সম্পন্ন করুন। ব্যাস! এভাবেই আপনার iBanking registration সফল হবে।
- তারপর ফাইনাল যে পেজটি আপনার স্ক্রিনে থাকবে সেটি প্রিন্ট করে ব্যাংক কর্মকর্তাদের নিকট জমা দিন। তারা ফর্মটি ভ্যারিফাই করে কিছুদিনের মধ্যেই আপনার ইমেইল এড্রেসে এক্টিভেশন মেইল দিবেন।
- মেইলে ঢুকে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী iBanking active করলেই আপনি ইসলামি ব্যাংক অনলাইন সেবা পাবেন।
আ্যাপ এর মাধ্যমে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্যাংকে গিয়ে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার পাশাপাশি Cellfin আ্যাপ এর মাধ্যমে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়। এটি ইসলামী ব্যাংকের ত্বত্তাবধানে নির্মিত। অনলাইন ব্যাংকিংয়ের যাবতীয় কার্যাবলি আপনি এই apps দ্বারাই করতে পারবেন।
ধাপসমূহ:
- প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে Cellfin আ্যাপটি নামিয়ে নিন।
- এরপর আ্যাপে প্রবেশ করে “Registration” অপশনে ক্লিক করুন। এবং যথাস্থানে আপনার মোবাইল নাম্বারটি দিন।
- মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার ফোনে ৬ ডিজিটের একটি কোড আসবে। কোডটি বসান।
- এরপর আ্যাপ থেকে আপনার ভোটার আইডি কার্ডের ছবি চাইবে। কার্ডের সম্মুখ ও পৃষ্ঠভাগের ছবি স্পষ্টভাবে তুলুন এবং যথাস্থানে বসান।
- আইডি কার্ডের ছবি সাবমিট করার পর একটা অপশন আসবে যেখানে আপনার ছবি তুলে দিতে হবে। আপনার সমস্ত মুখমন্ডলের ছবি স্পষ্টভাবে তুলে সাবমিট করুন। মনে রাখবেন, ছবি তোলার সময় চোখে সানগ্লাস বা চশমা রাখলে চলবে না।
- এরপর আপনার ইমেইল এড্রেস ও যে কারো ফোন নাম্বার রেফারেন্স হিসেবে এড করে সাবমিট করুন। এই ধাপগুলো সম্পন্ন হবার পর আপনার ফোনে একটি congratulation message আসবে। এবং ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে আপনার একাউন্টটি একটিভ করে দেওয়া হবে।
কেউ কেউ লেখা পড়ে বিষয়টি ভালো নাও বুঝতে পারেন। তারা চাইলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
রেজিস্ট্রেশন করার সময় যে বিষয়গুলি মনে রাখবেন
উপরের ধাপগুলি অনুসরণ করার সময় কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। নতুবা রেজিষ্ট্রেশন সম্পন্ন নাও হতে পারে। চলুন দেখে নিই বিষয়গুলি কী কী।
- আপনার অবশ্যই সচল একটি ইমেইল একাউন্ট থাকতে হবে।
- ইমেইলটিই User ID হিসেবে ব্যবহৃত হবে।
- রেজিস্ট্রেশনের সময় ১৭ ডিজিটের যে নাম্বারটি চাইবে সেটি ব্যাংক থেকেই আপনাকে সংগ্রহ করতে পারবেন। এর জন্য অবশ্যই ইসলামী ব্যাংকে আপনার একাউন্ট থাকতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় @hotmail.com, @msn.com, @live.com ইত্যাদি ইমেইল ব্যবহার করা যাবে না।
- ব্যাংক থেকে পাঠানো মেইল আপনার ইমেইলের ইনবক্সে পাওয়া না গেলে অবশ্যই spam box এ চেক করতে হবে।
- রেজিষ্ট্রেশনের সময় গ্রাহক ফোন নাম্বার ও জন্মতারিখ দেওয়া বাধ্যতামূলক।
- কর্পোরেট ক্লায়েন্টদের ক্ষেত্রে পারসোনাল ইমেইল এড্রেসের বদলে কোম্পানির ইমেইল এড্রেস দিতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় ন্যাশনাল আইডি ও আপনার মুখমন্ডলের ছবি স্পষ্ট করে তুলতে হবে। আইডি কার্ডের সাথে আপনার মুখের ছবি মিল না থাকলে রেজিষ্ট্রেশনে সমস্যার সৃষ্টি হতে পারে।
ইসলামী ব্যাংক অনলাইন একাউন্টে কীভাবে লগইন করবেন
একাউন্ট তৈরির কাজ সম্পন্ন হলে ১ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ব্যাংক আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সমেত একটি ফিরতি মেইল দিবে। সেই আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার iBanking account এ লগইন করতে পারবেন।
- লগইন করার জন্য প্রথমে আপনাকে এই https://ibblportal.islamibankbd.com/indexLogin.do# লিংকে প্রবেশ করতে হবে।
- এখানে প্রবেশের পর আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড লেখার দুটি স্থান পাবেন। সেখানে আইডি ও পাসওয়ার্ড সাবমিট করুন।
- এরপর সবশেষে যে ঘরটি থাকবে সেটির নাম Challenge key. এবং নীচে কিছু সংখ্যার ছবি দেখা যাবে। ছবি দেখে ফাকা ঘরে সংখ্যাগুলি ভালোমতো তুলুন এবং লগইন বাটনে ক্লিক করুন। ব্যাস্, এভাবেই আপনি আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন।
ইসলামী ব্যাংক অনলাইন একাউন্টের সুবিধা
ইসলামী ব্যাংকের অনলাইন কার্যাবলিকে iBanking বলে। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে একাউন্ট তৈরি করলে আপনিও iBanking করতে পারবেন। Ibanking এর বেশকিছু সুবিধা রয়েছে। সুবিধাগুলি নিম্নরূপ:
- ইনস্ট্যান্ট একাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট চেক।
- ক্লিয়ারিং সংক্রান্ত যাবতীয় তথ্যের লেটেস্ট আপডেট।
- যে কোনো একাউন্টে কোনো ঝামেলা ছাড়াই তাৎক্ষণিক টাকা স্থানান্তর।
- বিনাখরচে মোবাইল ও ওয়াইম্যাক্স রিচার্জ।
- ট্রেনের টিকিট ও ইউটিলিটি বিলসহ এসকল কাজ ঘরে বসেই সম্পাদন।
- অনলাইনে কেনাকাটার সুবিধা।
- ফরেন রেমিটেন্সের যাবতীয় তথ্য হাতের নাগালে পাওয়া।
- স্টপ চেক ও চেক রিকুইজিশন ইত্যাদি।
পরিশেষ
উপরে উল্লিখিত দুটি পদ্ধতির যেকোনো একটি দিয়েই আপনি ইসলামী ব্যাংক অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। iBanking এর সকল সুবিধা পেতে ইসলামী ব্যাংকের সকল গ্রাহক এখন অনলাইন একাউন্ট তৈরি করে নিচ্ছে।
ব্যাংকিং সেবাকে এখন অনন্য উচ্চতায় নিয়ে এসেছে iBanking. তাই আপনিও একাউন্ট খুলে এগিয়ে থাকুন সময়ের সাথে। আর ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে ব্যাংকিং হেল্পার এর সাথেই থাকুন।
আমার বাড়ি জামালপুর সদরে বর্তমানে আমি ঢাকায় থাকি গার্মেন্টসে চাকরি করি
মাসিক বেতন পাই 20000 হাজার টাকা
আমাকে কি দুই লক্ষ টাকা লোন
দেওয়া যাবে
ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।